Books In Your Hand

40472413-261962334657349-644167862298083328-o
Black-and-White-Schedule-Reminder-Instagram-Post



টেনিদা সমগ্ৰ-নারায়ণ গঙ্গোপাধ্যায়


টেনিদা সমগ্র

নারায়ণ গঙ্গোপাধ্যায়


টেনিদা' বা 'টেনি' বা 'ভজহরি' মূলত একটি কাল্পনিক চরিত্র। যার স্রষ্টা "নারায়ণ গঙ্গোপাধ্যায়"। আসল নাম "তারকনাথ গঙ্গোপাধ্যায়"। ‘নারায়ণ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। ১৯১৮ সালে জন্ম।পিতা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। পৈতৃক নিবাস বরিশালের বাসুদেব পাড়া গ্রামে। পড়াশোনা করেছেন বরিশালের বি এম কলেজ ও কলকাতায়। লেখক এর লেখালেখির হাত বেশ কাঁচা বয়স থেকেই। প্রথম লেখা ছাপা হয় শিশু মাসিকে।নারায়ণ গঙ্গোপাধ্যায় এর খ্যাতি ছড়িয়েছে বড়দের উপন্যাস ও গল্পের জন্য। ছোট গল্পে তিনি ডি. লিট ডিগ্রি অর্জন করেন।তথাপি কিশোর সাহিত্যেও তার হাত সদা বিস্তৃত। কিশোর সাহিত্যে তার অন্যতম সৃষ্ট চরিত্র এই ভজহরি মুখার্জি ওরফে টেনিদা বা টেনি। সে মুলত উত্তর কলকাতা পটল ডাঙার লোক। সাত বারের চেষ্টাতে মাধ্যমিক পাশ করেছে। পড়াশোনায় ভালো না হলেও মানুষের জন্য ছিল উপকারী। পরিচিত ছিল তার খাড়া নাকের জন্য আর পুরো ৩৬ ইঞ্চি বুক। তিন কিশোর প্যালারাম, হাবলু সেন আর ক্যাবলা। টেনিদা হল এদের নেতা বা লীডার। এই চার যুবকেই পটল ডাঙ্গার। নিয়ম মতো চাটুজ্যদের রোয়াকে আড্ডা দেয়।এটাই তাদের মিলন স্থল।প্যালারাম হলো গল্প কথক। সে টেনিদার পরিচয় দিতে গিয়ে বলেছে, " টেনিদা কে না হলে আমাদের যে একটি দিনও চলে না । যেমন চওড়া বুক -তেমনি চওড়া মন। "একটু চালবাজ, প্রচুর খেতে পারে। তবে সে খাওয়া অবশ্যই প্যালা ও ক্যাবলার পকেট কেটেই। যাই হউক পাড়ার কারো বিপদ আপদ হলে টেনিদাই বুক চিতেয়ে দাড়ায়। লোকের উপকারে তার কোন ক্লান্তি নেই। মুখে হাসি সব সময়। ফুঠবলের মাঠে সেরা খেলোয়ার, ক্রিকেটের ক্যাপ্টেন। আর গল্পের রাজা।টেনিদা লেখক এর এক অমর সৃষ্টি। লেখক এই টেনিদা চরিত্র তৈরি করে ছিলেন বাড়িওয়ালা কে দেখে। যার সাথে একটি খুব সহজ এবং ভাল সম্পর্ক ছিল লেখকের। এই বাড়িওয়ালার নাম দিয়েই কাল্পনিক এক চরিত্রের সৃষ্টি করেছেন। যার প্রতিটি উপস্থাপনা কিশোর-কিশোরীদের হাস্যরস ও আনন্দ ছড়িয়েছে।। এমন একটি চরিত্রের পূর্নতা দিতে গিয়ে আরো কিছু সহযোগী চরিত্রও সৃষ্টি করেছেন।তাদের মাধ্যমে তৈরি করেছেন অনেকগুলো হাস্য রসের উপন্যাস এবং গল্প । "টেনিদা সমগ্র" আসলে টেনিদা সংক্রান্ত সকল গল্প-উপন্যাসের সংকলন। বইয়ের প্রধান টেনি শর্মা যার আসল নাম ভজহরি মুখার্জি।প্যালারাম - পড়াশোনায় তাঁর অবস্থান টেনিদার ঠিক পরেই। তার ভাষায় সে সারাবছর পালাজ্বরে ভোগে এবং শিঙ্গি মাছের ঝোল খায়। আর হলো হাবুল সেন আর ক্যাবলা। হাবুল সেন ঢাকাইয়া ভাষায় কথা বলে, একমাত্র ক্যাবলাই বাকি তিনজনের চাইতে সবচেয়ে মেধাবী আর বুদ্ধিমান। হেডমাস্টার বলেছে ও নাকি স্কলার শিপ পাবে। এই গ্রুপ টা চাটুজ্যেদের রোয়াকে বসে আড্ডা মারে। এটাই তাদের আড্ডার জায়গা।এই সংগ্রহে ৫ টি উপন্যাস, ৩২ টি গল্প আর ১ টি নাটিকা। উপন্যাস গুলো রহস্য ও রোমাঞ্চকর। গল্প গুলোও তেমনি, একেক টি হাসির কারখানা। টেনিদার হাস্য রস আর হাবুল সেনের ঢাকাইয়া ভাষা এ উপন্যাস এবং গল্পগুলোকে পাঠকের কাছে করে তুলেছে অতুলনীয়। তা ছাড়া ক্যাবলার বুদ্ধি, প্যালার এক নাগারে পটর পটর পড়ে না হেসে থাকার মতো কোন পাঠক হয়তো কখনই তৈরি হবে না। এটা বললেও কম হবে যে, এ বইটি নির্মল আনন্দের একটি আধার। গল্প নাটিকা সবগুলোই রোমাঞ্চ এবং হাস্যরসে ভরপুর। তা ছাড়া তাদের খুশি বা জয়ের ডায়লগ টেনিদার সোল্লাসে সেই চিৎকার, 'ডি-লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস' সেই সাথে বাকি তিনজনের একসাথে "ইয়াক-ইয়াক'। এক কথায় অসাধারন। যারা পড়ে নি তাদের আমি শুধু এটাই বলবো অনেক টা আনন্দ ও হাস্যরস থেকেই বঞ্চিত হয়েছেন।আর এরকম একটা হাসির, মজার এবং উপভোগ্য বই টাতে অবশ্যই চোখ বুলানো উচিৎ।প্রথম পৃষ্টা থেকেই টেনি তার কর্ম কান্ড দিয়ে হাসির যে সুর তুলেছে তা একেবারে শেষ পর্যন্ত। আনন্দটাও তেমন।

[রিভিউ লিখেছেন জামি জাহান]

ডাউনলোড


◆ সম্পর্কিত লিংক



SEARCH YOUR BOOK

যোগাযোগ করুন

Name

Email *

Message *