এই ওয়েবসাইটের মাধ্যমে লেখক বা প্রকাশকের ক্ষতি হোক সেটা আমি চাই না।আপনি এখান থেকে বই ডাউনলোড করছেন,করুন ।কিন্তু সেই বইটার একটা কপি কিনে রাখুন।একজন প্রকৃত পাঠক কখনই লেখকের ক্ষতি চাইবেন না।বরং বই সংগ্রহ করে পড়াতেই তার আনন্দ।
এখন আপনি বলতে পারেন,আমি কেন বইগুলো শেয়ার করছি।দেখুন,ব্যাবসায়িক কোনো উদ্দেশ্যে আমি বইগুলো শেয়ার করছি না।আমি বই ভালোবাসি, বই নিয়ে কাজ করতে ভালোবাসি।একটা বিষয় আমি বুঝি সবসময় বই কেনার পয়সা পকেটে থাকে না।চাইলেও বই পড়া সম্ভব হয় না,তখন পড়লেন একটা পিডিএফ।পরে টাকা হলে কিনে ফেলবেন।
আমি এই ওয়েবসাইটে সদ্য প্রকাশিত কোনো বই শেয়ার করি না।আমি চাই না বই প্রকাশের সাথে সাথে লেখকের ক্ষতি হোক।আর তাছাড়া খুব কম মানুষ আছে যারা পিডিএফ স্বাচ্ছন্দে পড়তে পারে।আমি ৫-৬ টার বেশি ইবুক পড়তে পারি নাই।অত ধৈর্য থাকে না।আমার শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি।সে হিসেবে বাংলা ইবুক মানুষ শুধু ডাউনলোড করে খুব কম মানুষই পরে।
যাই হোক বই পড়ুন,বই কিনুন।