২০১৭ সালের শুরুর দিকে চালু করি একুশেবই নামের একটা ব্লগ সাইট। পাঁচ-ছ'মাস হেলায় অবহেলায় কাটানোর পর আমি পুনরায় ওয়েবসাইটটিতে হাত দেই।নিজের তৈরি করা ইবুক,যেগুলো সাধারণত ইন্টারনেটে পূর্বে পোস্ট করা হয় নি। সেগুলো পোস্ট করা শুরু করি।সেই সাথে অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহীত লিংক গুলি শেয়ার করা শুরু করি। পরবর্তীতে অনিবার্য কারণে ওয়ার্ডপ্রেস থেকে সাইটটি সাসপেন্ড করা হয়।আমার কারণ জানা নেই। তাই নিরুপায় হয়ে নাম পাল্টে ব্লগারে শিফট করি।
এত্ত এত্ত সাইটের ভেতরে SCIREX BOOKS কিছুটা ভিন্ন। কারন আমার উদ্দেশ্য শুধু পিডিএফ শেয়ার করা না, বই নিয়ে একটা প্লাটফর্ম তৈরির ইচ্ছা আছে। কিন্তু বয়স কম, সময় কম, টাকা নাই। তাই অতদূর যাওয়া সম্ভব হয় নাই। সাইটে আমি সাধারণত একটা দুইটা করে বই আপলোড করি না। বই আপলোড করি লেখকের সমগ্র আকারে। বহুল প্রচলিত বইগুলো না দেয়ার চেষ্টা করি। এর থেকে আমার কোনো লাভ? না সামান্য লাভ ও নাই। ওয়েবসাইটে হয়ত এড দেখতে পারছেন কিন্তু ওই এড থেকে মাসে ১-২ টাকা উঠে। সুতরাং ওই চিন্তা করে লাভ নাই।
ওয়েবসাইট দিয়ে খুব বেশি কিছু করা যাবে না। তাই ফেসবুক, VK পেজ খুললাম। সেগুলোতেই আপাতত আপডেট চলছে। তিন গোয়েন্দা ভালোবাসী তাই তিন গোয়েন্দার সাইট তৈরি করেছি। এক কথায় SCIREX BOOKS বই নিয়েই কাজ করে। SCIREX মানে কি সেটা না জিজ্ঞাসা করাটাই ভালো। এর উচ্চারণ "স্কাইরেক্স" না। উচ্চারণ "সাইরেক্স" ।
যদি মনে করেন এই উদ্যোগ গুলোকে সাহায্য করা উচিত(সাহায্য প্রয়োজন অবশ্য। ডোমেইন, হোস্টিং, ডেভেলপার, লেখক প্রয়োজন) তাহলে দ্রুত যোগাযোগ
করুন।
এত্ত এত্ত সাইটের ভেতরে SCIREX BOOKS কিছুটা ভিন্ন। কারন আমার উদ্দেশ্য শুধু পিডিএফ শেয়ার করা না, বই নিয়ে একটা প্লাটফর্ম তৈরির ইচ্ছা আছে। কিন্তু বয়স কম, সময় কম, টাকা নাই। তাই অতদূর যাওয়া সম্ভব হয় নাই। সাইটে আমি সাধারণত একটা দুইটা করে বই আপলোড করি না। বই আপলোড করি লেখকের সমগ্র আকারে। বহুল প্রচলিত বইগুলো না দেয়ার চেষ্টা করি। এর থেকে আমার কোনো লাভ? না সামান্য লাভ ও নাই। ওয়েবসাইটে হয়ত এড দেখতে পারছেন কিন্তু ওই এড থেকে মাসে ১-২ টাকা উঠে। সুতরাং ওই চিন্তা করে লাভ নাই।
ওয়েবসাইট দিয়ে খুব বেশি কিছু করা যাবে না। তাই ফেসবুক, VK পেজ খুললাম। সেগুলোতেই আপাতত আপডেট চলছে। তিন গোয়েন্দা ভালোবাসী তাই তিন গোয়েন্দার সাইট তৈরি করেছি। এক কথায় SCIREX BOOKS বই নিয়েই কাজ করে। SCIREX মানে কি সেটা না জিজ্ঞাসা করাটাই ভালো। এর উচ্চারণ "স্কাইরেক্স" না। উচ্চারণ "সাইরেক্স" ।
যদি মনে করেন এই উদ্যোগ গুলোকে সাহায্য করা উচিত(সাহায্য প্রয়োজন অবশ্য। ডোমেইন, হোস্টিং, ডেভেলপার, লেখক প্রয়োজন) তাহলে দ্রুত যোগাযোগ
করুন।